কোকোপিট (cocopeat) সাধারনত বীজ তলা তৈরি, হাইড্রোপনিক্স চাষাবাদ, বাড়ীর ছাদ বাগানে মাটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া মাটির বিকল্প হিসেবে মাটি তৈরিতে অন্যান্য জৈব উপাদানের সাথে সাথে এই কোকো পিট জৈব উপাদান হিসেবে মিশ্রণ করা হয়ে থাকে। কোকোপিট ব্লক (Coco Peat Block) ব্যবহার করার আগে পানি দিয়ে ব্লকটিকে আলগা করে ঝুরঝুরে মাটির মত করে নিতে হয়।
লগইন করুন Or নিবন্ধন করুনবিক্রেতার কাছে আপনার প্রশ্ন জমা দিতে
কেউ এখনো বিক্রেতাদের জিজ্ঞাসা করিনি